News71.com
 International
 09 May 17, 07:01 PM
 222           
 0
 09 May 17, 07:01 PM

আফগানিস্তানে ফের ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৯।।  

আফগানিস্তানে ফের ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৯।।   

আন্তর্জাতিক ডেস্কঃ ভয়াবহ বিস্ফোরণে আবারও কেঁপে উঠল সন্ত্রাস জর্জরিত আফগানিস্তান। আজ মঙ্গলবার সকালে পরওয়ান প্রদেশের একটি মাদ্রাসায় বিস্ফোরণটি ঘটে। ওই ঘটনায় মৃত্যু হয়েছে পরওয়ান উলেমা কাউন্সিলের প্রধান আব্দুল রহিম শাহ হানাফি-সহ নয় জনের। আহত বহু। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। সূত্রে খবর,বোমাটি ক্লাসরুমের ভেতর লুকিয়ে রাখা হয়েছিল। তারপর ছাত্ররা প্রবেশ করলে রিমোট কন্ট্রোলের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়। ইতিমধ্যে এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তাবাহিনী। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

যদিও এখনও পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন। বিস্ফোরণটির পেছনে তালিবান জঙ্গিগোষ্ঠীর হাত থাকতে পারে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য,কয়েকদিন আগেই আফগানিস্তানে চরম যুদ্ধের ডাক দিয়েছিল তালিবান জঙ্গিগোষ্ঠী৷ ‘স্প্রিং অফেনসিভ’ (বসন্তের যুদ্ধ) ঘোষণা করেছিল তারা৷ এই যুদ্ধে আফগান সেনা ও ন্যাটো সৈন্যদের উপর ভয়ানক হামলা চালানো হবে বলে ঘোষণা করেছিল তালিবান৷ জঙ্গিগোষ্ঠীটি ওই অভিযানের নাম দিয়েছিল ‘অপারেশন মনসৌরি’৷ ২০১৬ সালে মার্কিন ড্রোন হানায় মৃত তালিবান জঙ্গি নেতা মনসৌরির নাম এই অভিযানের নামকরণ হয়েছে বলে জানিয়েছিল তালিবান৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন