News71.com
 International
 09 May 17, 06:28 PM
 180           
 0
 09 May 17, 06:28 PM

সিরিয়ায় রুশ গোয়েন্দার শিরশ্ছেদ করল আইএস।।  

সিরিয়ায় রুশ গোয়েন্দার শিরশ্ছেদ করল আইএস।।   

আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ায় এক রুশ গোয়েন্দা কর্মকর্তার শিরশ্ছেদের ভিডিও প্রকাশ করেছে জঙ্গি সংগঠন আইএস। যুক্তরাষ্ট্রভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সাইট ইন্টিলিজেন্সের বরাতে একথা জানা গেছে। ভিডিওটিতে দেখা গেছে,একজন ব্যক্তি মরুভূমিতে হাটু মুড়ে বসে আছেন। তিনি অন্যান্য রুশ কর্মকর্তাদের আত্মসমর্পণের আহবান জানান। এরপর তার সামনে ছুরি হাতে এক আইএস জঙ্গি এগিয়ে এসে বলে,এই বোকা লোকটি বিশ্বাস করেছিলো তার রাষ্ট্র তাকে ত্যাগ না করার প্রতিশ্রুতি রাখবে। এরপর ছুরি দিয়েই তার শিরশ্ছেদ করা হয়। আইএস দাবি করে,ওই ব্যক্তি রুশ গোয়েন্দা কর্মকর্তা ছিলেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে পাওয়া তথ্যে জানা গেছে,২০১৫ সাল থেকে এখন পর্যন্ত সিরিয়ায় ৩০ জন রুশ নাগরিক প্রাণ হারিয়েছেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনী বিরুদ্ধে রাশিয়ার জয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর পালনের সময় ১২ মিনিটের ওই ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওটি নিয়ে এখনও কোনও মন্তব্য করেনি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ও গোয়েন্দা সংস্থা এফএসবি। এমনকি পরিচয় জানা যায়নি সেই রুশ কর্মকর্তারও। প্রসঙ্গত, সিরিয়ার গৃহযুদ্ধে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সমর্থন দিয়ে আসছে রাশিয়া।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন