আন্তর্জাতিক ডেস্কঃ গরীব দেশের মানুষরা উন্নত দেশে গিয়ে ভাগ্য ফেরানোর চেষ্টা করেন। কিন্তু উন্নত দেশে কী সবকিছু মেলে? ভাগ্য ফেরাতেই হোক বা কাজের প্রয়োজনে, উন্নত দেশের মানুষরাও কিন্তু অন্য দেশে প্রবাসী হয়ে জীবন কাটান। আবার তারা যে দেশে ফিরে উন্নত জীবনযাপনের জন্য ব্যতিব্যস্ত হয়ে থাকেন,তাও নয়। ধনী দেশ ব্রিটেনকে নিয়ে সাম্প্রতিক এক গবেষণা তেমনি ইঙ্গিত দিচ্ছে। অর্থনৈতিক সেবা প্রতিষ্ঠান ডিভেরে গ্রুপের এক জরিপে বলা হয়েছে,পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী ব্রিটিশদের ৬৯ শতাংশ আর কোনদিন নিজ দেশে ফিরতে চান না। তারা প্রতিজ্ঞাবদ্ধ,কখনোই দেশে ফিরবো না।
ওই জরিপে আরো দেখা গেছে,অধিকাংশ প্রবাসী ব্রিটিশ ব্রিটেনে ফিরতে না চাইলেও তাদের ৭২ শতাংশ দেশে ঠিকই নিয়মিত অর্থ পাঠাচ্ছেন। আর ৮৭ শতাংশ যেখানে আছেন সেখানেই ভবিষ্যত গড়তে পয়সা জমাচ্ছেন। এদের ২৩ শতাংশ পেশাদার কাজ বা ক্যারিয়ারের প্রয়োজনেই দেশের বাইরে অবস্থান করছেন। এ জরিপে অংশ নিয়েছেন ৮০৮ জন প্রসাসী ব্রিটিশ। এই মুহূর্ত তারা আমেরিকা, অস্ট্রেলিয়া,সংযুক্ত আরব আমিরাত,হংকং,স্পেন,ফ্রান্স,জার্মানি এবং দক্ষিণ আফ্রিকায় রয়েছেন।
ডেভেরে গ্রুপের সিইও নাইজেল গ্রিন বলেন,ব্রিটেনের বাইরে যে সকল ব্রিটিশ রয়েছেন,সম্প্রতি দেশের বিষয়ে তাদের মন বিষিয়ে উঠেছে। বর্তমানে প্রায় ৫০ লাখ ব্রিটিশ পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন। তাদের মধ্যে কতজন বিদেশ স্থায়ীভাবে থেকে যেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন,তা স্পষ্টভাবে বলা যাচ্ছে না। তবে এদের মধ্যে ৩৫ লাখ ব্রিটিশ ব্রিটেনে না ফেরার জন্য যে প্রতিজ্ঞাবদ্ধ, তা বলা হয়েছে জরিপে। এতে বোঝা যায়,যারা আর ফিরতে চান না তারা যার যার জীবনের লক্ষ্য ও চাহিদা পরিপূর্ণ করতে পারছেন অন্য দেশে।
সবকিছুর শেষে আশঙ্কাজনক বিষয় হলো,জরিপে অংশ নেওয়া প্রতি ১০ জনের ৭ জনই ব্রিটনে ফিরতে চান না। হয়তো না ফিরতে চাওয়া মানুষগুলো দেশে ফিরে আরো খারাপ অবস্থার দিকে যাবেন। ব্রিটেনের আর্থ-সামাজিক অবস্থায় তারা খাপ খাওয়াতে পারবেন না। বিশেষজ্ঞদের কাছে এ জরিপ দুশ্চিন্তা বয়ে এনেছে। ভিনদেশে পাড়ি জমানো মানুষগুলো যদি আর দেশে না ফিরতে চান,তাহলে ভবিষ্যতটা কী হবে তা চিন্তাই করা যায় না।