News71.com
 International
 09 May 17, 05:39 PM
 196           
 0
 09 May 17, 05:39 PM

ক্ষমতায় আসতে লাদেনের থেকে টাকা নিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ।। পিটিআই  

ক্ষমতায় আসতে লাদেনের থেকে টাকা নিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ।। পিটিআই   

আন্তর্জাতিক ডেস্কঃ আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের থেকে অর্থ সংগ্রহ করেছিলেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। সেই অর্থের সৌজন্যেই বেনজির ভুট্টোকে সরিয়ে ক্ষমতায় এসেছেন শরিফ। এমনই অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে মামলা করতে যাচ্ছে পাকিস্তানের বিরোধী দল পাকিস্তান তেহরিকে ইনসাফ বা পিটিআই। এ ব্যাপারে গতকাল সোমবার পিটিআই এর মুখপাত্র ফাওয়াদ চৌধুরী বলেছেন,জিহাদ করার নামে লাদেনের কাছ থেকে অর্থ গ্রহণের করেছিলেন নওয়াজ শরিফ। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের কাজে ব্যবহার করা হয়েছিল সেই অর্থ। আরও জানা গেছে,চলতি সপ্তাহেই পাকিস্তানের সুপ্রিম কোর্টে মামলা করতে চলেছে পিটিআই। প্রায় তিন দশক আগে ১৯৮৯ সাল নাগাদ আল কায়েদার থেকে নওয়াজ শরিফ অর্থ সংগ্রহ করেছিলেন বলে অভিযোগ করেছেন পিটিআই মুখপাত্র ফাওয়াদ চৌধুরী।

উল্লেখ্য,রাজনৈতিক দল পাকিস্তান তেহরিকে ইনসাফ বা পিটিআই এর প্রধান হলেন পাকিস্তানের বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের অধিনায়ক ইমরান খান। নির্বাচনে পরাস্ত হলেও পাকিস্তানের রাজনীতির ময়দানে বেশ গুরুত্বপূর্ণ ইমরান খান এবং তাঁর পিটিআই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন