News71.com
 International
 09 May 17, 11:35 AM
 196           
 0
 09 May 17, 11:35 AM

বন্ধ হওয়া ফেসবুক ৩০ মিনিট পর সচল, কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ।।

বন্ধ হওয়া ফেসবুক ৩০ মিনিট পর সচল, কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ।।

আন্তর্জাতিক ডেস্কঃ পৃথিবীর বিভিন্ন স্থানে একই সময়ে আজ মঙ্গলবার অচল হয়ে পড়া ফেসবুক প্রায় ৩০ মিনিট পর সচল হয়েছে। অনাকাঙ্ক্ষিত এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে ফেসবুক কর্তৃপক্ষ।

ফেসবুকের একজন মুখপাত্র জানিয়েছেন,কারিগরি ক্রটির কারণে আজ মঙ্গলবার সকালে বিভিন্ন দেশের বেশ কিছু ব্যবহারকারী ফেসবুকে লগ ইন করতে গিয়ে সমস্যায় পড়েন। আমরা ইতোমধ্যে এ সমস্যার সমাধান করেছি। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তবে ঠিক কতজন ব্যবহারকারী এই সমস্যায় পড়েছিলেন তা জানায়নি ফেসবুক কর্তৃপক্ষ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন