আন্তর্জাতিক ডেস্কঃ পৃথিবীর বিভিন্ন স্থানে একই সময়ে আজ মঙ্গলবার অচল হয়ে পড়া ফেসবুক প্রায় ৩০ মিনিট পর সচল হয়েছে। অনাকাঙ্ক্ষিত এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে ফেসবুক কর্তৃপক্ষ।
ফেসবুকের একজন মুখপাত্র জানিয়েছেন,কারিগরি ক্রটির কারণে আজ মঙ্গলবার সকালে বিভিন্ন দেশের বেশ কিছু ব্যবহারকারী ফেসবুকে লগ ইন করতে গিয়ে সমস্যায় পড়েন। আমরা ইতোমধ্যে এ সমস্যার সমাধান করেছি। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তবে ঠিক কতজন ব্যবহারকারী এই সমস্যায় পড়েছিলেন তা জানায়নি ফেসবুক কর্তৃপক্ষ।