News71.com
 International
 09 May 17, 01:05 AM
 193           
 0
 09 May 17, 01:05 AM

প্রবল বন্যায় কানাডায় জরুরি অবস্থা ঘোষণা।।

প্রবল বন্যায় কানাডায় জরুরি অবস্থা ঘোষণা।।

আন্তর্জাতিক ডেস্কঃ প্রবল বর্ষণের কারণে সৃষ্ট বন্যা ও তুষারপাতের কারণে কানাডার মন্ট্রিলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। নগরীর কর্মকর্তারা জানান,গত রবিবার সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয় এবং এ অবস্থা ৪৮ ঘন্টা বজায় থাকবে।কর্তৃপক্ষ জানায়,কানাডার পূর্বাঞ্চলীয় প্রদেশে বন্যায় ইতোমধ্যে প্রায় ১হাজার ৯০০ ঘরবাড়ি তলিয়ে গেছে। দেশটিতে বন্যা কবলিত লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে প্রায় ১হাজার ২০০ সৈন্য মোতায়েন করা হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রী হরজিৎ সজান বলেন,আমাদের সৈন্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বন্যা কবলিত কানাডার নাগরিকদের সহযোগিতার কাজ ইতোমধ্যে শুরু করেছে। ’
মন্ট্রিলের পশ্চিমের রিগাউড শহর বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখানেও জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।মেয়র বন্যা কবলিত বিভিন্ন এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন