News71.com
 International
 08 May 17, 06:30 PM
 250           
 0
 08 May 17, 06:30 PM

ভারতের চেন্নাইয়ে অ্যাপার্টমেন্ট আগুন, ২ শিশুসহ নিহত ৪।।

ভারতের চেন্নাইয়ে অ্যাপার্টমেন্ট আগুন, ২ শিশুসহ নিহত ৪।।

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের চেন্নাইয়ে একটি অ্যাপার্টমেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ২ শিশুসহ ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও ৫ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত চারজন হলেন- মিনাকী (৬০), সেলভি (৩০), শালিনী (১০) ও সঞ্জয় (৪)।

আজ ৮ মে সোমবার স্থানীয় সময় ভোর পৌনে ৫টার দিকে শহরের ভাদাপালানির সাউথ পেরুমাল স্ট্রিটের ওই অ্যাপার্টমেন্টে এ অগ্নিকাণ্ড ঘটে। বাড়ির নিচ তলার বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে নিশ্চিত হতে মাঠে নেমেছে পুলিশ ও ফায়ার সার্ভিস

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন