News71.com
 International
 08 May 17, 01:07 AM
 197           
 0
 08 May 17, 01:07 AM

উত্তম সন্তান'জন্মদানে ভারতে আরএসএস এর প্রকল্প।।

উত্তম সন্তান'জন্মদানে ভারতে আরএসএস এর প্রকল্প।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে হিন্দু জাতীয়তাবাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস একটি প্রকল্প হাতে নিয়েছে। আর এ প্রকল্পের কাজ 'উত্তম সন্তান' জন্মদানের ব্যবস্থা করা। এজন্য সন্তান গ্রহণে উচ্ছুকদের নানা পরামর্শ দেয়া হচ্ছে। ভারতের এক রিপোর্টে বলা হয়,আরএসএসের স্বাস্থ্য শাখা আরোগ্য ভারতীর এ প্রকল্পের নাম 'গর্ভ বিজ্ঞান সংস্কার'। প্রকল্পের মতে, এর ফলে নিখুঁত এবং যেমনটি চাই তেমন'সন্তান পাবেন পিতামাতা।

প্রকল্পের মাধ্যমে যেসব বিষয়ে নজর দেওয়া হচ্ছে সেগুলো হলো- অভিভাবকদের তিন মাসব্যাপী 'শুদ্ধিকরণ'গ্রহ-নক্ষত্রের অবস্থান অনুযায়ী যৌনমিলনের দিন-ক্ষণ নির্ধারণ,স্ত্রী গর্ভবতী হয়ে যাবার পর যৌনসংসর্গ থেকে সম্পূর্ণ বিরত থাকা এবং বিশেষ ধরণের খাদ্য গ্রহণ। আরোগ্য ভারতীর জাতীয় আহবায়ক ড. হিতেশ জানি বলেন,এসব পদ্ধতি যথাযথভাবে অনুসরণ করলে অল্পশিক্ষিত,নিম্ন বুদ্ধিমত্তার অভিভাবকও মেধাবী সন্তানের জন্ম দিতে পারবে। বেঁটে ও কালো রঙের পিতামাতার সন্তান হতে পারে দীর্ঘকায় এবং তাদের গায়ের রঙ হতে পারে উজ্জ্বল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন