News71.com
 International
 07 May 17, 11:25 PM
 213           
 0
 07 May 17, 11:25 PM

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর নামে যোগী আম ফলিয়ে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হাজি কলিমুল্লাহ।।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর নামে যোগী আম ফলিয়ে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হাজি কলিমুল্লাহ।।

আন্তর্জাতিক ডেস্কঃ গরম আসতে না আসতেই বাজারে আমের চাহিদা বাড়তে শুরু করেছে। এর এই গ্রীষ্মের মৌসুমে উত্তরপ্রদেশের বাসিন্দাদের পাতে পড়তে চলেছে যোগী আম। হ্যাঁ,ঠিকই শুনেছেন। ‘যোগী আম। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর নামে এবার আম ফলিয়ে তাক লাগালেন লখনউয়ের বিখ্যাত আম চাষী পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হাজি কলিমুল্লাহ। মালিহাবাদের বাসিন্দা ৭৪ বছরের এই উদ্যানপালক এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের নামের আমও বাজারে নিয়ে এসেছিলেন।

মালিহাবাদের দশেরি আম বাগানে তিনি ‘যোগী’আম ফলিয়েছেন এবার। এটি মূলত দশেরি আমের হাইব্রিড। অসাধারণ দেখতে ও রসাল এই আম এখনও পাকেনি পুরোপুরি। পাকলে এই আম দুর্দান্ত জনপ্রিয় হবে,আশা কলিমুল্লাহর।এর আগে শচীন টেন্ডুলকার,ঐশ্বর্য রাই বচ্চন-সহ একগুচ্ছ সেলিব্রিটির নামেও আম ফলিয়েছেন কলিমুল্লাহ। তাঁর মত,প্রবাদ প্রতিম ব্যক্তিদের নামে আম ফলিয়ে তাঁদের অমর করে রাখতে চান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন