News71.com
 International
 07 May 17, 11:17 PM
 218           
 0
 07 May 17, 11:17 PM

উত্তর কোরিয়ার উপর নজর রাখতে গোপনে ড্রোন পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।।  

উত্তর কোরিয়ার উপর নজর রাখতে গোপনে ড্রোন পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।।   

আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর কোরিয়ার উপর প্রতি মুহূর্তে নজর রাখছে যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়ার প্রতিবেশী জাপান থেকে এ নজরদারি করছে দেশটি। তাই একেবারে আকাশ থেকে গোপনে নজর রাখতে ও দীর্ঘক্ষণ উড়তে সক্ষম এমন গোয়েন্দা ড্রোন জাপানে মোতায়েন করতে চলেছে যুক্তরাষ্ট্র। পিয়ংইয়ং’য়ের সঙ্গে যখন ওয়াশিংটনের টানাপড়েন তুঙ্গে তখন এই ড্রোন মোতায়েন করা হচ্ছে। আরকিউ-৪ গ্লোবাল হক নামের এই ড্রোন টোকিওর ইয়োকোতা বিমান ঘাঁটিতে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে। ১৫ কিলোমিটার বা তার চেয়ে উচ্চতা থেকে তথ্য জোগাড়ের সক্ষমতা আছে আরকিউ-৪ গ্লোবাল হক ড্রোনের। অবশ্য হামলা চালানোর সক্ষমতা এই ড্রোনের নেই। মূলত উত্তর কোরিয়া বিরুদ্ধে গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নজরদারি চালানোর লক্ষ্যেই এই ড্রোন মোতায়েন করা।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়,ড্রোনের উড্ডয়ন এবং অবতরণ নিয়ন্ত্রণ করা হবে ইয়োকোতা বিমান ঘাঁটি থেকে। কিন্তু প্রয়োজনীয় উচ্চতায় পৌঁছানোর পর এই ড্রোন দিয়ে গোয়েন্দা তৎপরতা চালানোর কাজ নিয়ন্ত্রণ হবে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড থেকে। আরও চারটি আরকিউ-৪ গ্লোবাল হক ড্রোন এবং ১১০ জন কর্মী শিগগিরই জাপানে পাঠানো হবে বলেও জানানো হয়। জাপানের নিরাপত্তা নিশ্চিত করতেই ড্রোন ও কর্মী বাহিনী দেশটিতে মোতায়েন করা হচ্ছে বলে দাবি করেছে দেশটির।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন