News71.com
 International
 07 May 17, 04:03 PM
 219           
 0
 07 May 17, 04:03 PM

কাশ্মীরে সৌদি আরব ও পাকিস্তানের ৫০টিরও বেশি টিভি চ্যানেল বন্ধের নির্দেশ

কাশ্মীরে সৌদি আরব ও পাকিস্তানের ৫০টিরও বেশি টিভি চ্যানেল বন্ধের নির্দেশ

 

আন্তর্জাতিক ডেস্কঃ ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে সৌদি আরব ও পাকিস্তানের ৫০টিরও বেশি টিভি চ্যানেল দেখানো হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে রাজ্য সরকারকে এসব চ্যানেল দেখানো বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। এ বিষয়ে শিগগিরই পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। তথ্য অনুযায়ী,এসব চ্যানেল অনুমতি ছাড়া সম্প্রচার করা হয়। পাশাপাশি ওই চ্যানেলগুলোতে ভারতবিরোধী প্রচার চালানো হচ্ছে বলে জানা গেছে। আর এ নিয়ে দেশটির কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী বেঙ্কাইয়া নাইডু এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

সুত্র জানায়,বিতর্কিত ইসলামি প্রচারক জাকির নায়েকের চ্যানেল পিস টিভিসহ সৌদি আরব ও পাকিস্তানের প্রাইভেট নেটওয়ার্কের মাধ্যমে ৫০টি চ্যানেল সম্প্রচার করা হচ্ছে কাশ্মীরে। এদিকে কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী চ্যানেলগুলো বন্ধ করা হয়েছে কিনা সেই বিষয়ে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন বেঙ্কাইয়া নাইডু। বেঙ্কাইয়ার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজ্যবর্ধন রাঠোর জানান,বেআইনীভাবে বিদেশি চ্যানেল সম্প্রচারের অভিযোগে কেবল অপারেটরের যন্ত্রপাতি বাজেয়াপ্ত করার ক্ষমতা আছে রাজ্য সরকারের। তিনি আরো জানান,বেআইনিভাবে কোনো চ্যানেল সম্প্রচার হচ্ছে কিনা তার ওপর নজরদারি রাখার দায়িত্ব স্থানীয় প্রশাসনের। দোষীদের উপযুক্ত শাস্তি দেয়ার ক্ষমতাও রয়েছে তাদের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন