আন্তর্জাতিক ডেস্কঃ নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চল থেকে অপহৃত ২৭৬ জনের মধ্য থেকে কমপক্ষে ৮০ জন স্কুলছাত্রীকে মুক্তি দিয়েছে জঙ্গি সংগঠন বোকো হারাম। সুত্র জানায়,সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে ছাত্রীদের ছেড়ে দিতে সম্মত হয় জঙ্গি সংগঠনটি।
তিন বছর আগে দেশটির চিবুক শহর থেকে ওইসব স্কুল শিক্ষার্থীকে অপহরণ করে বোকো হারাম। এজন্য তাদের বিশ্ব মিডিয়ায় চিবক গার্লসও বলা হয়। এঘটনায় তখন বিশ্বব্যাপী সমালোচনার ঝড় ওঠে। এদিন,৮০ জনের মুক্তির আগে জঙ্গি সংগঠন থেকে অর্ধশত ছাত্রী পালিয়ে আসে। তারপরও এতদিন ১৯৫ জনের কোনো খোঁজ ছিলো না।