আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য মন্ত্রিসভায় ফের রদবদল হচ্ছে। মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জির নেতৃত্বে দ্বিতীয় মন্ত্রিসভা শপথ নেওয়ার বছরখানেক পর আবারও মন্ত্রিত্ব ফিরে পাচ্ছেন চন্দ্রিমা ভট্টাচার্য ও উজ্জ্বল বিশ্বাস। আগামীকাল সোমবার রাজভবনে তাঁরা দু’জন শপথ নেবেন। পশ্চিমবঙ্গের সচিবালয় সূত্রের খবর,ভাবী দুই মন্ত্রীর কাছে ইতোমধ্যে শপথের চিঠি পৌঁছে গেছে। উল্লেখ্য গত ২০১১ সালে প্রথম পরিবর্তনের সরকারে চন্দ্রিমা ও উজ্জ্বল দু’জনেই মন্ত্রী ছিলেন। প্রথমজন প্রতিমন্ত্রী হিসেবে সামলেছেন স্বাস্থ্য ও আইন দফতরের দায়িত্ব। দ্বিতীয় জন ছিলেন কারিগরি দফতরের পূর্ণমন্ত্রী। পরে তাঁকে খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।
গত বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর (দক্ষিণ) কেন্দ্র থেকে উজ্জ্বল বিশ্বাস জিতলেও দমদম (উত্তর) কেন্দ্রে পরাজিত হন চন্দ্রিমা। তবে প্রথম দফায় উজ্জ্বলকে মন্ত্রিসভায় রাখেননি মমতা। আর হেরে যাওয়ায় চন্দ্রিমা মন্ত্রিসভায় আসতেই পারেননি। কিন্তু এই দু’জনকেই যে তিনি মন্ত্রিসভায় চান,আগেই সেই ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। চন্দ্রিমাকে তাই দক্ষিণ কাঁথি কেন্দ্র থেকে জিতিয়ে এনে মন্ত্রী করা হচ্ছে। সুত্রের খবব,তাঁকে আইন দফতরের দায়িত্ব দেওয়া হতে পারে। উজ্জ্বলকেও মন্ত্রী করবেন বলে কিছু দিন আগেই জানিয়েছিলেন মমতা। রাজ্য মন্ত্রিসভায় এখন ৪২ জন মন্ত্রী রয়েছেন। ২৯৪ আসনের বিধানসভায় অংকের নিয়মে সর্বোচ্চ ৪৪ জন মন্ত্রী থাকতে পারবেন। সেই হিসেবে মন্ত্রীর দু’টি পদ খালি ছিল। আগামীকাল সোমবার তা পূরণ হয়ে যাবে।