আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের প্রধান নির্বাচিত হয়েছেন সংগঠনটির গাজা এলাকার নেতা ইসমাইল হানিয়ে। তিনি খালিদ মিশালের স্থলাভিষিক্ত হয়েছেন। গাজা সিটি এবং দোহায় একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ভোটাভুটি অনুষ্ঠিত হয়। এদিকে,এই প্রথমবারের মতো হামাস এমন একজন নেতা বেছে নিল,যিনি ফিলিস্তিনি এলাকার ভেতরেই অবস্থান করছেন। এতদিন হামাসের সার্বিক নেতা ছিলেন খালেদ মিশাল। তিনি দুই মেয়াদে দলটির প্রধানের পদে ছিলেন।
অন্যদিকে,গত ১০ বছর ধরে ইসমাইল হানিয়ে ছিলেন গাজায় হামাস আন্দোলনের নেতা। ২০০৬ সালে ইসমাইল হানিয়ে ফিলিস্তিনি জাতীয় কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী হয়েছিলেন। কিন্তু প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তাকে পরের বছর জুনেই বরখাস্ত করেন। এরপর হামাস গাজা এলাকার শাসনভার দখল করে নেয়। সে সময় আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহ গ্রুপের সাথে তাদের রক্তাক্ত যুদ্ধও হয়েছিল।