News71.com
 International
 06 May 17, 11:45 PM
 222           
 0
 06 May 17, 11:45 PM

চীনকে হটিয়ে মোটর বাইক বিক্রিতে শীর্ষস্থান ভারতের।।  

চীনকে হটিয়ে মোটর বাইক বিক্রিতে শীর্ষস্থান ভারতের।।   

আন্তর্জাতিক ডেস্কঃ চীনের জিনিস বাজার মাতাচ্ছে ঠিকই কিন্তু পুরোটা দখল করতে পারেনি। টু হুইলার বিক্রিতে চীনকে ছাপিয়ে গেল ভারত। ২০১৬ সালে ভারতে তৈরি মোট ১৭৭ লাখ টু হুইলার বিক্রি হয়েছে বাজারে। শুধু স্কুটারই বিক্রি হয়েছে ৫০ লাখ। ১০০ ও ১১০ সিসি মোটর সাইকেল বিক্রি হয়েছে ৬৫ লাখ। অথচ চীনের বাজারেই সবচেয়ে বেশি টু হুইলার বিক্রি হয়।

জানা গেছে, ২০১০ সালের পর থেকে মোটর সাইকেলের বাজার হারাচ্ছে চীন। ২০১০ সালে যেখানে বছরে ২৭০ লাখ মোটর সাইকেল বিক্রি হয়েছে চীনে। সেই বাজারে ২০১৬ সালে এসে বিক্রি হয়েছে ২৪০ লাখ মোটক সাইকেল। অন্যান্য টু হুইলারের ক্ষেত্রেও বাজার পড়েছে চীনের। যদিও এর কারণ হিসেবে বলা হয়েছে যান নিযন্ত্রণের কারণে চীনের প্রায় ২০০০ মিউনিসিপ্যালিটিতে মোটরসাইকেলের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। বিশেষজ্ঞদের দাবি গাড়ির বাজার বাড়াতেই এই পন্থা নিয়েছে চীন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন