News71.com
 International
 06 May 17, 11:43 PM
 242           
 0
 06 May 17, 11:43 PM

তিস্তা নিয়ে বাংলাদেশ-ভারত সরকারের আলোচনা চলছে ।। বিজেপির সভাপতি অমিত শাহ

তিস্তা নিয়ে বাংলাদেশ-ভারত সরকারের আলোচনা চলছে ।। বিজেপির সভাপতি অমিত শাহ

নিউজ ডেস্কঃ ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সভাপতি অমিত শাহ বলেছেন,তিস্তার পানি বণ্টন নিয়ে বাংলাদেশের সঙ্গে ভারত সরকারের আলোচনা চলছে। আজ শনিবার আগরতলার গীতাঞ্জলি পর্যটক নিবাসে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন,উভয় দেশের মধ্যে আলোচনা চলছে। নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ব্যাপক উন্নতি হয়েছে।

অমিত শাহ অভিযোগ করেন,বাংলাদেশি অনুপ্রবেশকারীদের’মদদ দিচ্ছে ত্রিপুরার ক্ষমতাসীন দল সিপিএম। তাঁর কটাক্ষ,শুধুমাত্র নিজেদের ভোট ব্যাংক বানানোর স্বার্থেই ‘বাংলাদেশি অনুপ্রবেশকারীদের’সিপিএমের নেতৃত্বাধীন সরকার মদদ দিচ্ছে। সংবাদ সম্মেলন ছাড়াও এদিন বেশ কিছু সাংগঠনিক বৈঠকে অংশ নেন বিজেপির সভাপতিহ। আগামীকাল রবিবার ঊনকোটি জেলার কুমার ঘাটে প্রকাশ্য জনসভায় তিনি ভাষণ দেবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন