আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আজ শনিবার এক বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন। পুলিশ এ কথা জানায়। রাজধানীর পুলিশ প্রধান অস্কার আলবায়ালদে ডিজিএমএম বলেন,ম্যানিলার একটি পুরানো অংশ কুইয়াপো,যেখানে বড় বড় বস্তি আছে,সেখানে এ বিস্ফোরণ ঘটে। এত দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন।
গত ২৯ এপ্রিলও কুইয়াপোতে দক্ষিণ এশীয় নেতাদের একটি সম্মেলন চলাকালে অপর এক বিস্ফোরণে ১৪ জন আহত হয়েছিলেন। একটি পাইপ বোমা বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে বলেন জানান পুলিশ প্রধান। তিনি জোর দিয়ে বলেন,এটি রাজনৈতিক নেতাদের সমাগমের সঙ্গে সংশ্লিষ্ট সন্ত্রাসবাদের ঘটনা নয়। তবে পুলিশ তাৎক্ষণিকভাবে এ বিস্ফোরণের কোনো ব্যাখ্যা দেয়নি।