News71.com
 International
 06 May 17, 06:45 PM
 218           
 0
 06 May 17, 06:45 PM

সরকার টুপি এবং তিলকের মধ্যে কোন বিভেদ করবে না‌ ।। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ  

সরকার টুপি এবং তিলকের মধ্যে কোন বিভেদ করবে না‌ ।। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ   

আন্তর্জাতিক ডেস্কঃ তার সরকার টুপি এবং তিলকের মধ্যে বিভেদ করবে না। একটি টিভি চ্যানেলের আলোচনা সভায় দাবি ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। মার্চ মাসে বিজেপি সরকার গড়ার পর থেকেই ভারতের উত্তরপ্রদেশে কট্টর হিন্দুত্ববাদীদের দৌরাত্ম্য বেড়েছে। বিশেষ করে তার সংগঠন ‘হিন্দু যুবা বাহিনী’র। আলোচনাসভায় হাজির এক অতিথি এতে আশঙ্কা প্রকাশ করলে ফুঁসে ওঠেন যোগী। ধর্মীয় পক্ষপাতিত্ব নয়,বরং সকলকে রাজ্যের উন্নয়নের অংশীদার করা এবং সমস্ত নাগরিককে নিরাপত্তা দেওয়াই তার সরকারের মূল লক্ষ্য বলে সাফ জানিয়ে দেন তিনি।

তিনি বলেন,কিছু বিক্ষিপ্ত ঘটনা সামনে এসেছে বটে। তবে তাতে আমার সংগঠনের সদস্যদের কোনও হাত নেই। গেরুয়া ভেকধারীরাই এসব ঘটিয়েছেন। এখনই তাদের সাবধান করে দিচ্ছি। আমার সরকার কোনওরকম বেয়াদপি বরদাস্ত করবে না। রাজ্যের আইন–শৃঙ্খলা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর আমরা। রাজ্যবাসীকে নিরাপত্তা দেওয়ার ভার আমাদের ওপর। খুব জলদি এসব বন্ধ হয়ে যাবে। আমার সরকার যখন ১০০ পূর্তির রিপোর্ট পেশ করলে দেখবেন কোনও উৎপাত নেই। সমস্ত বোন,কন্যাসন্তান এবং ব্যবসায়ীরা এই রাজ্যে সুরক্ষিত থাকবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন