আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তান ও আফগানিস্তানের সামরিক বাহিনীর সিনিয়র কর্মকর্তারা সীমান্ত উত্তেজনা কমাতে একমত হয়েছেন। সম্প্রতি আন্তঃসীমান্তে গুলি বিনিময়ের ঘটনায় ৯ পাকিস্তানি নাগরিক নিহত ও আরও ৪০ জন আহত হওয়ার পর তারা এ ব্যাপারে সম্মত হলেন। পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র গতকাল শুক্রবার এক বিবৃতিতে বলেন,পাকিস্তান ও আফগানিস্তানের সামরিক অভিযান বিষয়ক মহাপরিচালকের মধ্যে সরাসরি যোগাযোগের জন্য হটলাইন চালু করা হয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর সামরিক অভিযান বিষয়ক মহাপরিচালক (ডিজিএমও) মেজর জেনারেল সাহির শমশেদ মির্জা পাকিস্তানের সীমান্তবর্তী গ্রামবাসী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর অহেতুক গুলি চালানোর নিন্দা জানিয়েছেন।
পাকিস্তানি ডিজিএমও আফগান ডিজিএমওকে বলেন যে,সীমান্ত পরিস্থিতি শান্ত রাখতে উভয় দেশের নিরাপত্তা বাহিনীর সদস্যদের তাদের নিজ দেশের সীমান্তে অবস্থান করা বাঞ্ছনীয়। বিবৃতিতে বলা হয়,পাকিস্তান সেনাবাহিনীর ডিজিএমও আফগানিস্তানের ডিজিএমওকে আরও বলেন,আমাদের সীমান্তের মধ্যে থেকেই আমরা আমাদের কাজ চালিয়ে যাব। এদিকে সীমান্তে উত্তেজনা কমানোর বিষয়টি নিশ্চিত করতে দুই দেশের ডিজিএমও পর্যায়ে যোগাযোগের পর স্থানীয় কমান্ডার পর্যায়ে সীমান্ত পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।