News71.com
 International
 06 May 17, 06:05 PM
 226           
 0
 06 May 17, 06:05 PM

 মেধায় হকিং ও আইনস্টাইনকে ছাপিয়ে গেল ১২ বছরের ভারতীয় কিশোরী।।

  মেধায় হকিং ও আইনস্টাইনকে ছাপিয়ে গেল ১২ বছরের ভারতীয় কিশোরী।।

আন্তর্জাতিক ডেস্কঃ ফের সাফল্যের শীর্ষে এক ভারতীয়। মেধায় স্টিফেন হকিং,অ্যালবার্ট আইনস্টাইনকেও ছাপিয়ে গেল ১২ বছরের রাজগৌরি পাওয়ার। আইকিউ টেস্টে প্রথম ১ শতাংশের মধ্যে জায়গা করে নিয়েছে রাজগৌরি। তার স্কোর ১৬২। যেখানে আইনস্টাইনের সম্ভাব্য স্কোরের থেকে বেশি। আর স্টিফেন হকিং-এর স্কোর ছিল ১৬০। ব্রিটিশ মেনসা আইকিউ টেস্টে এই স্কোর করেছে রাজগৌরি। রজগৌরি বলেছে,আমার অনুভূতি আমি ভাষায় প্রকাশ করতে পারব না। বিদেশের মাটিতে ভারতের প্রতিনিধিত্ব করা আমার কাছে খুবই সম্মানের। তার বাবা ড. সূরজ কুমার পাওয়ার ইউনিভার্সিটি অফ ম্যাঞ্চেস্টারের গবেষক। তিনি পুনের বারামতীর বাসিন্দা।

তিনি জানিয়েছেন,বর্তমানে গোটা বিশ্বে এমন মেধার মানুষের সংখ্যা মাত্র ২০০০০। তার মধ্যে ১৫০০ নাবালক-নাবালিকা। রাজগৌরি কনিষ্ঠতম হিসেবে এই স্বীকৃতি পেয়েছে বলেও জানান তার বাবা। রাজগৌরি জানিয়েছে,পরীক্ষার আগে বেশ চিন্তিত ছিল সে। ভবিষ্যতে মেডিসিন নিয়ে পড়াশোনা করতে চায় এই ভারতীয় বংশোদ্ভূত কিশোরী। এছাড়া পদার্থবিদ্যা, জ্যোতির্বিদ্যা ও পরিবেশ নিয়েও তার আগ্রহ রয়েছে। পড়াশোনার পাশাপাশি, সাঁতার, নেটবল,চেজ- এসব তার নেশা। আপাতত সেকেন্ডারি স্কুলের এন্ট্রান্সের জন্য পড়াশোনা করছে সে।

১০ বছরের বেশি বয়সী যে কেউ এই টেস্ট দিতে পারে। এসে ছোট থেকে বড় সবাই একই পরীক্ষা দেয়। মূলত অ্যাপ্টিটিউট টেস্টই হয় এই পরীক্ষায়। রাজগৌরি জানিয়েছে,শুরুটা সহজ হলেও পরীক্ষার শেষের দিকটা বেশ কঠিন। শেষের দিকে নিজের উত্তর চেক করার জন্য সময় বের করে নিতে হয় নিজেকেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন