News71.com
 International
 06 May 17, 05:23 PM
 212           
 0
 06 May 17, 05:23 PM

উত্তেজনা বাড়িয়ে কৃষ্ণ সাগরে ঢুকে পড়ল যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার।।  

উত্তেজনা বাড়িয়ে কৃষ্ণ সাগরে ঢুকে পড়ল যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার।।   

আন্তর্জাতিক ডেস্কঃ উত্তেজনা বাড়িয়ে কৃষ্ণ সাগরে ঢুকে পড়ল মার্কিন নৌবাহিনীর গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার অস্কার অস্টিন। মূলত মার্কিন আঞ্চলিক মিত্র এবং অংশীদারদের সঙ্গে পারস্পরিক তৎপরতা জোরদার করতে এটি কৃষ্ণ সাগরে প্রবেশ করেছে জানিয়েছে মার্কিন নৌ-বাহিনী।

নৌ-বাহিনীর এ বিবৃতিতে আরও বলা হয়েছে,গতকাল শুক্রবার এটি কৃষ্ণ সাগরে প্রবেশ করে। ন্যাটো মিত্রদের সমর্থনে পূর্ব ইউরোপের সাগরে তৎপরতা চালাবে অস্কার অস্টিন। অপারেশন আটলান্টিক রিজলভ’এর অংশ হিসেবে মার্কিন নৌবাহিনীর তরফে এহেন কর্মসূচি নেওয়া হয়েছে বলে মার্কিন নৌবাহিনীর তরফে জানানো হয়েছে। মার্কিন ৬ষ্ট নৌ বহরের তৎপরতার অংশ হল কৃষ্ণ সাগর। আন্তর্জাতিক আইন মেনে এই অঞ্চলে মার্কিন নৌবাহিনী তৎপরতা চালায় বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন