আন্তর্জাতিক ডেস্কঃ চীনের ওয়ান বেল্ট-ওয়ান রোড প্রকল্পের বরাবরই বিরোধিতা করে আসছে ভারত। এবার তাদের সঙ্গে সুর মিলিয়েছে আমেরিকাও। প্রকল্পটি বাস্তবায়নে ভারত সাগরে চীনা নৌযানের নিয়মিত আনাগোনাও সন্দেহের চোখে দেখছে দেশটি। আমেরিকার নৌবাহিনীর অ্যাডমিরাল স্কট সুইফট গতকাল শুক্রবার জানিয়েছেন,ভারত সাগরে চীনের উপস্থিতি এ অঞ্চলে বিশৃঙ্খলার সৃষ্টি করছে এবং তা জনমনে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারতের সামরিক বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে গতকাল শুক্রবার অ্যাডমিরাল স্কট সুইফট এ মন্তব্য করেন।
বর্তমানে ভারতে অবস্থান করছেন অ্যাডমিরাল স্কট সুইফট। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আমেরিকার আসন্ন নৌমহড়া,চীনের ওয়ান বেল্ট-ওয়ান রোড প্রকল্পসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন তিনি। সেসময় তিনি চীন নিয়ে তার দেশের উদ্বেগের কথা প্রকাশ করেন। ২০১৩ সালে ‘ওয়ান বেল্ট,ওয়ান রোড’ উদ্যোগ গ্রহণ করেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বিশ্বের প্রায় ৬০টি দেশ ও বেশ কিছু আন্তর্জাতিক সংগঠন এ প্রকল্পের অংশীদার। এ প্রকল্পের অধীনে নতুন ও উন্নততর অবকাঠামো নির্মাণ করা হবে যাতে ব্যবসা-বাণিজ্য,বিনিয়োগের পথ সুযোগ হবে যা অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে।