আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার নিরাপদ অঞ্চলে বোমা বর্ষণ বন্ধ করেছে রাশিয়া। নতুন চুক্তি স্বাক্ষরের পর পরই তার প্রতিফলন দেখালো মস্কো। সুত্র জানায়,চুক্তিটি আজ শনিবার থেকে কার্যকর হওয়ার কথা। এ চুক্তির মাধ্যমে ইরান,তুরস্ক ও রাশিয়াকে এক মাস সময় দেয়া হয় নিরাপদ অঞ্চলের সীমা নির্ধারণের জন্য। এ ব্যাপারে মস্কোর পক্ষ থেকে জানানো হয়েছে,তারা চুক্তি কার্যকরের জন্য ইতোমধ্যে বোমা বর্ষণ বন্ধ করে দিয়েছে। সিরিয়ার ছয় বছরের যুদ্ধ অবসানের জন্য রাশিয়া নিরাপদ অঞ্চল তৈরির প্রস্তাব দেয়। ট্রাম্প এ প্রস্তাবে সম্মতি জানায়। নিরাপদ অঞ্চলের মধ্যে উত্তর পশ্চিম ইদলিব প্রদেশ,হমস প্রদেশের উত্তরাংশ,পূর্ব ঘৌটা এবং দারা ও কুইনেত্রা প্রদেশের দক্ষিণাংশ রয়েছে।
উল্লেখ্য,স্বাক্ষরিত চুক্তির মধ্যে অস্ত্রবিরতি,বিমানের ওড়ার ওপর নিষেধাজ্ঞা, ত্রাণের দ্রুত সরবরাহ নিশ্চিত করা ও শরণার্থীদের ফিরিয়ে আনার বিষয়গুলোও রয়েছে।