News71.com
 International
 06 May 17, 12:20 PM
 233           
 0
 06 May 17, 12:20 PM

জনসন পাউডারকে ১৯৭ মিলিয়ন ডলার জরিমানা মার্কিন আদালতের।।  

জনসন পাউডারকে ১৯৭ মিলিয়ন ডলার জরিমানা মার্কিন আদালতের।।   

আন্তর্জাতিক ডেস্কঃ জনসন বেবি পাউডারের বিরুদ্ধে ১৯৭ মিলিয়ন ডলার জরিমানা করেছে আমেরিকার সেন্ট লুইস আদালত। এই পাউডার ব্যবহারের পর ক্যান্সারে আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ তোলেন আমেরিকার ভার্জিনিয়ার উইসকনসিনের ৬২ বছর বয়সী লুইস স্ন্যাম্প। তার মামলার পরিপ্রেক্ষিতেই গতকাল শুক্রবার আদালত ১৯৭ মিলিয়ন ডলার জরিমানা করেন। এরমধ্যে ১১০.৫ মিলিয়ন ডলার লুইস পাবেন। অবশিষ্ট অর্থ দেয়া হবে আরও যদি কেউ এ ধরনের অভিযোগ উত্থাপন করে তাদরে। এর আগেও এই পাউডার কোম্পানিকে ৭২ মিলিয়ন ডলার জরিমানা করা হয়েছিল।

মামলা সূত্রে জানা যায়,লুইস ৪০ বছর যাবৎ ওই পাউডার ব্যবহার করেছিলেন। ২০১২ সালে পরীক্ষা-নীরিক্ষার পর চিকিৎসকরা নিশ্চিত হন ওই পাউডার ব্যবহারের কারণেই লুইস অভারিয়ান ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। পরে ওই ক্যান্সার ছড়িয়ে পড়ে লিভারে। এখন তিনি এতটাই অসুস্থ যে, বিচারের সময় আদালতেও হাজির হতে পারেননি। এ মামলার শুনানিতে আরও উদঘাটিত হয় যে,বিভিন্ন স্থানে কমপক্ষে দুই হাজার নারী মামলা করেছেন এই পাউডার কোম্পানির বিরুদ্ধে। নিউ জার্সির ব্রান্সউইকে অবস্থিত এই কোম্পানি জানিয়েছে,যে গবেষণায় জনসন অ্যান্ড জনসন বেবি পাউডারকে ক্যান্সারের জন্য দায়ী বলে চিহ্নিত করা হয়েছে, সেটিতে 'ত্রুটি'আছে। এ জন্য তারা উচ্চতর আপিল করবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন