News71.com
 International
 06 May 17, 10:34 AM
 210           
 0
 06 May 17, 10:34 AM

ইন্দোনেশিয়ায় কারাগার থেকে ২০০ বন্দীর পলায়ন।।  

ইন্দোনেশিয়ায় কারাগার থেকে ২০০ বন্দীর পলায়ন।।   

আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ায় একটি কারাগার থেকে প্রায় ২০০ বন্দী পালানোর ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার জুম্মার নামাজের সময় পেকানবারু শহরের সিয়ালাং বাংকুক কারাগারে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। টেলিভিশন ফুটেজে দেখা গেছে,জুমার নামাজের সময় কারাগারের প্রবেশ পথ দিয়েই বন্দীরা বের হয়ে যাচ্ছে। তবে কেউ তাদের পিছু ধাওয়া করেনি।সুত্র জানায়,৩০০ বন্দীকে রাখতে সক্ষম কারাগারটিতে প্রায় ১ হাজার ৯০০ বন্দী রাখা হতো। আর এই বন্দীদের জন্য কারারক্ষী ছিল মাত্র ৬জন।

এ ব্যাপারে আইন মন্ত্রণালয়ের কর্মকর্তা ফার্দিনান্দ সিয়াজিয়ান জানিয়েছেন,দুই তৃতীয়াংশ বন্দীকে আটক করা হয়েছে। কারারক্ষীরা নির্যাতন চালাতো বলে বন্দীরা অভিযোগ করেছে। কারাগারে শতাধিক পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি,পলাতক বন্দীদের আটক করতে শহরের বিভিন্ন রাস্তায় তল্লাশি চৌকি বসানো হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন