আন্তর্জাতিক ডেস্কঃ গতকাল শুক্রবার পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে আফগান সৈন্যদের হামলায় পাকিস্তানের ৯ জন সাধারণ মানুষ নিহত ও ৪০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পাকিস্তানের সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে,এদিন বালুচিস্তানের চামান সীমানা বরাবর শুরু হয় দুই দেশের সেনাবাহিনীর গুলির লড়াই। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন ৯জন পাক নাগরিক। কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন বলেও খবর পাওয়া গেছে। এদের মধ্যে ৫জনের অবস্থা বেশ আশঙ্কাজনক। এ ঘটনার পর থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে পাক-আফগান সীমান্ত।
স্থানীয় সূত্রে জানা যায়,চামান জেলায় আদমশুমারির একটি টিমের সঙ্গে থাকা নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর ফাঁকা গুলিবর্ষণ করে আফগান বাহিনী। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৫ শিশু এবং ৪নারী রয়েছে।