News71.com
 International
 06 May 17, 07:08 AM
 221           
 0
 06 May 17, 07:08 AM

উত্তর কোরিয়ার নেতা কিমকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে।।

উত্তর কোরিয়ার নেতা কিমকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর কোরিয়ার নেতা কিম জন-উনকে হত্যার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ ওঠেছে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে আজ শুক্রবার সুত্র কথা জানিয়েছে।উত্তর কোরিয়ার নিরাপত্তা সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ এবং দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার সহযোগিতায় জৈব-রাসায়নিক পদার্থের মাধ্যমে তাকে হত্যার চেষ্টা করা হচ্ছে। এমনকি ষড়যন্ত্রকারীরা ইতিমধ্যে সেদেশে প্রবেশ করেছে বলে দাবি উত্তর কোরিয়ার।

এর প্রতিরোধে উত্তর কোরিয়া জানায়,তারা এর তাদের খুঁজে বের করবে এবং ক্ষমাহীনভাবে তাদের ধ্বংস করবে। এই অভিযোগের ফলে দেশগুলোর মধ্যে আবার নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, তিনি এই বিষয়টিকে সমাধান করবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন