News71.com
 International
 05 May 17, 11:27 PM
 207           
 0
 05 May 17, 11:27 PM

সাউথ এশিয়া স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ।।

সাউথ এশিয়া স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ।।

 

নিউজ ডেস্কঃ সাউথ এশিয়া স্যাটেলাইটের সফল উৎক্ষেপন সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার বিকেল ৬টায় ভারতের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ হয়। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের নিজস্ব রকেট জিএসএলভি-এফ০৯ এ করে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়। এ উপলক্ষে আজ সন্ধ্যায় পাকিস্তান ছাড়া দক্ষিণ এশিয়ার সব দেশের সরকার প্রধান যুক্ত হচ্ছেন ভিডিও কনফারেন্সে।জানা গেছে,এই স্যাটেলাইটের নাম প্রথমে সার্ক স্যাটেলাইট ঠিক করা হলেও পাকিস্তান না আসায় পরে নাম বদলে রাখা হয় সাউথ এশিয়া স্যাটেলাইট। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ স্যাটেলাইটকে আঞ্চলিক সহযোগিতার দৃষ্টান্ত বলেছেন।

এ ব্যাপারে বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ জানিয়েছেন,টেলি মেডিসিন,টেলি শিক্ষা,আন্তঃসরকার নেটওয়ার্ক,দুর্যোগ পরিস্থিতিতে জরুরি যোগাযোগ,টেলিভিশন ব্রডকাস্ট ও ডিটিএইচ টেলিভিশন সেবার সুবিধা পাওয়া যাবে এই স্যাটেলাইটের মাধ্যমে। উল্লেখ্য,ইসরোর তৈরি ৪০ কোটি ডলারের এই জিওস্টেশনারি কমিউনিকেশন স্যাটেলাইট নির্মাণ ও উৎক্ষেপণের পুরো ব্যয় বহন করছে ভারত। এই কৃত্রিম উপগ্রহের ১২টি ট্রান্সপন্ডারের মধ্যে একটি পাচ্ছে বাংলাদেশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন