আন্তর্জাতিক ডেস্কঃ ৫বছর আগে দিল্লিতে চলন্ত বাসে মেডিক্যাল ছাত্রী নির্ভয়াকে ধর্ষণ ও হত্যার দায়ে ৪আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন ভারতের সুপ্রিম কোর্ট। এর আগে ২০১৩ সালে দেশটির একটি দ্রুত বিচার আদালত ওই ৪আসামির ফাঁসির রায় দিলে পরের বছর হাইকোর্টেও তা বহাল থাকে। ৪ আসামি অক্ষয় ঠাকুর,বিনয় শর্মা,পবন গুপ্ত ও মুকেশ ওই রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন। কিন্তু ভারতের সুপ্রিম কোর্ট আজ শুক্রবার চূড়ান্ত রায়ে বলেছেন, মৃত্যুদণ্ডই প্রাপ্য ওই ৪অপরাধীর।
২০১২ সালের ১৬ ডিসেম্বর দিল্লির রাস্তায় চলন্ত বাসের মধ্যে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। নৃশংস ওই ঘটনার বীভৎসতায় আঁতকে ওঠে গোটা ভারত। ১৩ দিন পাঞ্জা লড়ার পর জীবনের কাছে হার স্বীকার করেন নির্ভয়া। ভারতজুড়ে প্রতিবাদে মুখর হয় মানুষ। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় তারা। গত ২০১৪ সালের ১৩ মার্চ মুকেশ,পবন,বিনয় শর্মা এবং অক্ষয় কুমার সিংকে দোষী সাব্যস্ত করেন দিল্লির হাইকোর্ট। মৃত্যুদণ্ড দেন আদালত। ওই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হন ৪অভিযুক্ত।
অভিযুক্তদের আইনজীবীদের দাবি ছিল,প্রত্যেকের পৃথক পরিস্থিতি বিবেচনা না করেই রায় দিয়েছেন হাইকোর্ট। ৪জনেরই মৃত্যুদণ্ড রোধ করার পক্ষে আবেদন করেন তারা। তাদের যুক্তি ছিল,প্রত্যেকেই দরিদ্র পরিবারের এবং প্রত্যেকেরই বয়স কম। শেষপর্যন্ত অভিযুক্তদের আইনজীবীদের দাবি খারিজ করে হাইকোর্টের রায়ই বহাল রাখলেন শীর্ষ আদালত।