News71.com
 International
 05 May 17, 06:05 PM
 210           
 0
 05 May 17, 06:05 PM

আমেরিকায় কর্মস্থলে নিহত শ্রমিকের অধিকাংশই অভিবাসী।। এএফএল-সিআইও

আমেরিকায় কর্মস্থলে নিহত শ্রমিকের অধিকাংশই অভিবাসী।।  এএফএল-সিআইও

আন্তর্জাতিক ডেস্কঃ আমেরিকায় কর্মস্থলে নিহত শ্রমিকের অধিকাংশই অভিবাসী। আমেরিকান ফেডারেশন অব লেবার অ্যান্ড কংগ্রেস অব ইন্ডাস্ট্রিয়াল অরগানাইজেশন (এএফএল-সিআইও) এর বার্ষিক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়,২০১৫ সালে আমেরিকায় কর্মস্থলে নিহত হন ৪হাজার ৮৩৬ জন। এর মধ্যে ৯৪৩ জনই অভিবাসী।

আমেরিকার বিভিন্ন স্থানে কর্মরত ৫৫ ইউনিটে সাড়ে ১২ মিলিয়ন শ্রমিক-কর্মচারি এই ফেডারেশনের সদস্য। প্রতিবেদনে আরও বলা হয়,প্রতি বছর আরও ৫০ থেকে ৬০ হাজার শ্রমিক-কর্মচারি মারা যান কর্মস্থলে সৃষ্ট রোগে। এসব শ্রমিকের বেশিরভাগই হচ্ছেন ল্যাটিনো নাগরিক। ২০১৪ সালে কর্মস্থলে নিহতদের মধ্যে ল্যাটিনো ছিলেন ৮০৪ জন। পরের বছর তা বেড়ে ৯০৩ হয়। নিহত অভিবাসী শ্রমিকের মধ্যে এ হার হচ্ছে ৬৭ ভাগ। প্রতিবেদনে বলা হয়,আমেরিকার কয়লা উত্তোলন কেন্দ্রের নিরাপত্তা আগের চেয়ে অনেকাংশে বেড়েছে। তবুও ২০১৫ সালে কয়লা খনিতে প্রাণ হারিয়েছেন ২৬ শ্রমিক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন