আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ায় ৪নিরাপত্তা অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্যে রাশিয়া,ইরান ও তুরস্ক একটি চুক্তি স্বাক্ষর করেছে। সুত্র জানিয়েছে। সিরিয়ায় ৬বছরের সংঘর্ষ অবসানের প্রথম পদক্ষেপ হিসেবে গতকাল বৃহস্পতিবার এ চুক্তি স্বাক্ষরিত হয়। এদিকে,যুক্তরাষ্ট্র এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। তারা আশা করছে,একটা মীমাংসায় আসার জন্য এ চুক্তি কার্যকর ভূমিকা পালন করবে। যদিও ইরানের ভূমিকা নিয়ে যুক্তরাষ্ট্র সংশয় প্রকাশ করেছে।
জানা গেছে,স্বাক্ষরিত চুক্তির মধ্যে অস্ত্রবিরতি,বিমানের ওড়ার ওপর নিষেধাজ্ঞা, ত্রাণের দ্রুত সরবরাহ নিশ্চিত করা ও শরণার্থীদের ফিরিয়ে আনার বিষয়গুলোও রয়েছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস এ চুক্তি নিয়ে আশাবাদী। তিনি জানান,সিরীয়দের জীবনযাত্রা মান উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কাজাখস্তানের আস্তানায় সিরিয়ার পরিস্থিতি নিয়ে রাশিয়া,তুরস্ক ও ইরান আলোচনায় বসে। সেখানে এ চুক্তি স্বাক্ষরে সম্মত হয় তিন দেশ। উল্লেখ্য,নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়ে গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফোনে আলোচনা করেন।