News71.com
 International
 05 May 17, 01:03 PM
 202           
 0
 05 May 17, 01:03 PM

ভারতের বিহার রাজ্যে পুলিশ স্টেশনে ইঁদুরের মদ্যপান।।  

ভারতের বিহার রাজ্যে পুলিশ স্টেশনে ইঁদুরের মদ্যপান।।   

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের বিহার রাজ্যে পুলিশ স্টেশনে রক্ষিত জব্দকৃত ১০ লাখ লিটার মদ লাপাত্তা হয়ে গেছে। পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে,জব্দকৃত এসব মদের বোতলের অধিকাংশই গাড়িতে করে পুলিশ স্টেশনগুলোতে আনার সময় ভেঙ্গে নষ্ট হয়েছে। আর গুদামে রাখা মদ ইঁদুর সাবাড় করে ফেলেছে!

কীভাবে এত সংখ্যক মদের বোতল ইঁদুরের পক্ষে খালি করে দেয়া সম্ভব- এমন প্রশ্ন তোলেন বিহারের পাটনার সিনিয়র সুপারিন্টেন্ডেন্ট পুলিশ (এসএসপি) মনু মহারাজ। তাকে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন,তাদের চোখের সামনেই অসংখ্য ইঁদুর নানা সময়ে গুদামে রাখা এসব মদের বোতল খালি করে ফেলে। ইঁদুর তার ধারালো দাঁত দিয়ে বোতলের ছিপি কামড়িয়ে গুড়োগুড়ো করে ফেলে। একইসঙ্গে বোতলের ছিপির মধ্যে দাঁত দিয়ে ফুটো করেও মদ পান করেছে তারা!

১০ লাখ লিটার মদ ইঁদুর একাই সাবাড় করেছে এমন অভিযোগের শোনার পর এসএসপি মনু মহারাজ বিহারের সমস্ত থানাতে ইঁদুর নিধনের নির্দেশ দিয়েছেন। সেইসঙ্গে এও বলেছেন,এখন থেকে থানাগুলোতে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের অ্যালকোহল শনাক্তকরণ যন্ত্র দ্বারা পরীক্ষা করা হবে। যাতে মদ ইঁদুর খেয়েছে না পুলিশ খেয়েছে তা নির্ধারণ করা সম্ভব হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন