আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারের রোহিঙ্গাদের স্বাস্থ্য রক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে চার হাজার বর্গমিটার জায়গার উপর একটি হাসপাতাল নির্মাণ করতে যাচ্ছে ইন্দোনেশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী রেটনো মারসুদি আজ শুক্রবার এ তথ্য জানিয়েছেন। ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন,জরুরি মানবিক সহায়তা নিশ্চিত করতে আমরা ইতোমধ্যেই বিভিন্ন ধরনের স্বল্পমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করেছি। এবার আমরা স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘমেয়াদি সহায়তার পরিকল্পনা করছি। হাসপাতাল নির্মাণে লাইসেন্স এবং তহবিল সংক্রান্ত বিষয়গুলো এরইমধ্যে ঠিক হয়ে গেছে। খুব দ্রুতই এর নির্মাণ কাজ শেষ করবো।
স্বাস্থ্যখাত ছাড়াও মধ্য ও দীর্ঘ মেয়াদে রোহিঙ্গাদের শিক্ষা,দক্ষতা বৃদ্ধি ও অর্থনৈতিক ক্ষমতায়নেও ইন্দোনেশিয়া কাজ করবে বলে জানিয়েছেন মারসুদি।উল্লেখ্য,মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী অং সান সুচির সঙ্গে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক বৈঠক করতে যাচ্ছেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইদোদো। ধারণা করা হচ্ছে,তাদের আলোচনার মূল বিষয় হবে রোহিঙ্গা ইস্যু।