News71.com
 International
 05 May 17, 11:57 AM
 170           
 0
 05 May 17, 11:57 AM

বিনোদ খন্নার নির্বাচনী কেন্দ্রে বিজেপি প্রার্থীর দৌড়ে অক্ষয় কুমার এবং ঋষি কপূর এগিয়ে

বিনোদ খন্নার নির্বাচনী কেন্দ্রে বিজেপি প্রার্থীর দৌড়ে অক্ষয় কুমার এবং ঋষি কপূর এগিয়ে

আন্তর্জাতিক ডেস্কঃ বিনোদ খন্নার মৃত্যুর পরে তাঁর চার বারের জেতা আসন পঞ্জাবের গুরদাসপুরে উপনির্বাচন আসন্ন। বিজেপি সূত্রে জানা যায়,বিনোদের পরে বলিউডের কোনো একজন নায়ককে এই আসনে প্রার্থী করতে চাইছেন বিজেপি নেতৃত্ব। এই তালিকায় প্রাথমিক ভাবে উঠে এসেছে অক্ষয়কুমার এবং ঋষি কপূরের নাম। বিজেপির এক নেতার জানান,এটা তো রাজ্যসভার লড়াই নয়। এখানে যিনি দাঁড়াবেন তাঁর জেতার ক্ষমতা থাকতে হবে। বিশেষ করে পঞ্জাবে বিধানসভা নির্বাচনে বিজেপির ফল ভাল হয়নি।

অক্ষয়ের নামটি ভাবার কারণ হিসেবে বিজেপি সূত্র জানায়,অক্ষয়ের ভাবমূর্তি পরিচ্ছন্ন। সে অত্যন্ত জনপ্রিয়। সম্প্রতি অনেক দেশাত্মবোধক ছবিতে কাজ করেছে সে। অন্যদিকে ঋষি কপূরকে নিয়েও ভাবনাচিন্তা চলছে। এ ক্ষেত্রে বিজেপি নেতৃত্বের বক্তব্য হলো,আমজনতার কাছে ওঁর আবেদন রয়েছে। তা ছাড়া কপূর পরিবার থেকে কেউ কখনো রাজনীতিতে আসেননি। এ বার সেটা হওয়া উচিত। তবে ঋষির বিরুদ্ধে অভিযোগ,সব বিষয়ে টুইটারে অতিরিক্ত কথা বলা। রাজনীতিতে এলে সেই অভ্যাস ছাড়তে হবে ঋষিকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন