আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি মে মাসেই সৌদি আরব ও ইসরায়েল সফর করবেন। একই সঙ্গে তিনি দেখা করবেন ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সঙ্গেও। বিশ্বের তিন ধর্মাবলম্বীদের মধ্যে শান্তি ও সৌহার্দ্য জোরদার করতে ডোনাল্ড ট্রাম্প এ উদ্যোগ নিচ্ছেন বলে আজ বৃহস্পতিবার হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে।
প্রেসিডেন্ট ট্রাম্প আসন্ন জি ৭ সম্মেলনে যোগ দেবেন এ মাসেই। এ সম্মেলন সিসিলিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই সময়ে তিনি ব্রাসেলসে ন্যাটো জোটভুক্ত নেতাদের সঙ্গে বৈঠক করবেন। জঙ্গিবাদ মোকাবিলায় এবং পারস্পরিক অসহিষ্ণুতা দূরীকরণের বিশ্ববাসীকে জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করার প্রয়াসের অংশ হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ উদ্যোগ নিচ্ছেন বলে জানানো হয়েছে হোয়াইট হাউসের পক্ষ থেকে।