আন্তর্জাতিক ডেস্ক : জম্মু ও কাশ্মীরে একের পর এক নাশকতার ঘটনায় এবার নড়েচড়ে বসল কেন্দ্রীয় প্রশাসন। জঙ্গিদের হদিশ পেতে সন্ত্রাস বিরোধী যৌথ অভিযানে নামল ভারতীয় সেনা ও সে রাজ্যের পুলিশ। বৃহস্পতিবার সকাল থেকেই সোপিয়ানে শুরু হয়েছে তল্লাশি অভিযান। প্রায় ২৪টি গ্রাম ঘিরে ফেলে শুরু হয়েছে খানা তল্লাশি। জঙ্গিদের উপস্থিতির খবর পেয়েই এই অভিযান শুরু হয়েছে বলে সূত্রের খবর।
উল্লেখ্য, মঙ্গলবার রাতে দক্ষিণ সোপিয়ানের পুলিশ পোস্টে হামলা চালায় একদল জঙ্গি। কেউ হতাহত না হলেও, পুলিশের কাছ থেকে পাঁচটি সার্ভিস রিভলভার, চারটি ইনসাস রাইফেল এবং একটি একে ৪৭ কেড়ে নিয়ে চম্পট দেয় তারা। এরপর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পুলওয়ামার দু’টি ব্যাংকে ডাকাতি করে প্রায় ৫ লক্ষ টাকা লুট করে জঙ্গিরা।
খুব স্বাভাবিকভাবেই বর্তমান এই পরিস্থিতি রাজ্য প্রশাসনের উদ্বেগ বাড়িয়েছে। পুলওয়ামার পুলিশ সুপার জানিয়েছেন, প্রাথমিক তদন্তের পর এই ঘটনায় লস্কর যোগ স্পষ্ট। এখনও পর্যন্ত অভিযুক্ত দু’জন জঙ্গিকে চিহ্নিত করা গিয়েছে। এরমধ্যে একজন পদগামপোরা এবং অন্যজন খাগপুরার বাসিন্দা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, জঙ্গিদের অর্থভাণ্ডারে টান পড়ার ফলেই এই কর্মকাণ্ডগুলি ঘটেছে। বিষয়টির তদন্ত করছে রাজ্য পুলিশ।