News71.com
 International
 04 May 17, 08:24 PM
 196           
 0
 04 May 17, 08:24 PM

কাশ্মীরে ফের নিরাপত্তা বাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ১০।।  

কাশ্মীরে ফের নিরাপত্তা বাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ১০।।   

আন্তর্জাতিক ডেস্কঃ গত কয়েক সপ্তাহ ধরে কাশ্মীরে ব্যাপক ধরপাকড়ের জেরে আজ বৃহস্পতিবার নতুন করে অশান্তি ছড়াল। সাপোরে এদিন কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীদের সঙ্গে কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সূত্রে খবর,শ্রীনগর থেকে ৫২ কিলোমিটার দূরে সাপোরের একটি সরকারি কলেজের শিক্ষার্থীরা কলেজ চত্বরে বিক্ষোভ করছিল। স্থানীয় পুলিশ কর্মকর্তা জানান,বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা আইনভঙ্গের চেষ্টা করে। তখনই কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীদের হস্তক্ষেপ করতে হয়। বিক্ষোভকারীদের হটাতে টিয়ার গ্যাসের শেল ছোড়ে সেনারা।

গত ১৫ এপ্রিল পুলওয়ামায় একটি সরকারি ডিগ্রি কলেজে ক্লাস অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখতে নির্দেশ দেয় সেনাবাহিনী। পড়ুয়ারা সেই নির্দেশের বিরুদ্ধে লাগাতার আন্দোলনে শামিল হয়। ধীরে ধীরে আন্দোলনের মাত্রা বাড়তে থাকে। শ্রীনগর-সহ অন্যান্য জায়গাতেও পড়ুয়াদের বিক্ষোভ বাড়তে থাকে। বেশ কয়েজনকে আটক করে পুলিশ ও সেনার যৌথবাহিনী। একাধিক জায়গায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়ে শিক্ষার্থীরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন