News71.com
 International
 04 May 17, 07:47 PM
 197           
 0
 04 May 17, 07:47 PM

হামলাকারীদের ফেরত দাও,নইলে পাকিস্তান সফর করবো না।। আফগান প্রেসিডেন্ট ঘানি

হামলাকারীদের ফেরত দাও,নইলে পাকিস্তান সফর করবো না।। আফগান প্রেসিডেন্ট ঘানি

আন্তর্জাতিক ডেস্কঃ ইসলামাবাদ সফরে পাকিস্তানের নিমন্ত্রণ প্রত্যাখান করলেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি।সুত্র জানায়,পাকিস্তানের সিভিল ও মিলিটারির উচ্চপদস্থ কর্মকর্তারা ঘানিকে ইসলামাবাদ সফরের নিমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু ইসলামাবাদ যতক্ষণ পর্যন্ত আফগানিস্তানে হামলাকারীদের ধরিয়ে দিচ্ছে না,ততক্ষণ এই নিমন্ত্রণকে অগ্রাহ্য করবেন ঘানি।

ঘানির সহকারী মুখপাত্র দাওয়া খান মিনাপলের বরাত দিয়ে সুত্র জানায়, গত সপ্তাহে পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) এর ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল নাভিদ মুখতার এবং জাতীয় সংসদের স্পিকার আইয়াজ সাদিকের সঙ্গে সাক্ষাত করেন ঘানি। সেখানে ইসলামাবাদ সফরের নিমন্ত্রণ জানানো হলে তা প্রত্যাখান করেন ঘানি।

মাজার-ই-শরিফ,কাবুলের আমেরিকান ইউনিভার্সিটি এবং কান্দাহারে হামলার পেছনে জড়িতদের আফগান কর্তৃপক্ষের কাছে হস্তগত না করা পর্যন্ত এবং পাকিস্তানে অবস্থানরত আফগান তালেবানদের বিরুদ্ধে ইসলামাবাদ ব্যবস্থা গ্রহণ না করা পর্যন্ত আমি পাকিস্তান যাবো না'ঘানির উদ্ধৃতি তুলে ধরেন মুখপাত্র মিনাপল। প্রতিবেদনে আর বলা হয়,আইএসআই প্রধানের সঙ্গে সাক্ষাতে প্রেসিডেন্ট ঘানি আফগানিস্তানে সাম্প্রতিক হামলা সংশ্লিষ্ট বিভিন্ন নথি-পত্র প্রদান করেন।

আফগানিস্তানে সন্ত্রাসী হামলা চালাতে পাকিস্তানের মাটি ব্যবহার করা হচ্ছে- কাবুল দীর্ঘদিন ধরে এ অভিযোগ করে আসছে। কিন্তু বরাবরই অস্বীকার করছে পাকিস্তান। গত সপ্তাহে আফগান কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার জন্য পাকিস্তানের তিন সদস্যের প্রতিনিধি দল কাবুল সফর করেন। এদিকে, প্রেসিডেন্ট ঘানির ইসলামাবাদ সফরের নিমন্ত্রণ প্রত্যাখানের বিষয়ে কোনো মন্তব্য করেনি পাক পররাষ্ট্র মন্ত্রণালয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন