News71.com
 International
 04 May 17, 06:45 PM
 194           
 0
 04 May 17, 06:45 PM

মোদীর গুজরাটে অবস্থিত মহাত্মা গান্ধীর স্মৃতি বিজড়িত স্কুল বন্ধ ঘোষণা।।

মোদীর গুজরাটে অবস্থিত মহাত্মা গান্ধীর স্মৃতি বিজড়িত স্কুল বন্ধ ঘোষণা।।

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের গুজরাটে অবস্থিত মহাত্মা গান্ধীর স্মৃতি বিজড়িত আলফ্রেড হাই স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। স্কুলের ১৫০ জন ছাত্রের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে লিভ সার্টিফিকেট। তাদের স্থানান্তরিত করা হয়েছে কারানসিংজী হাই স্কুলে। স্কুলের জায়গায় ২০১৬ সালে গুজরাট সরকার জাদুঘর নির্মাণের ঘোষণা দেয়। কিন্তু জায়গা কম হওয়ায় মিউজিয়াম করা সম্ভব হয়নি। তাই স্কুল বন্ধ করে জাদুঘর নির্মাণ করা হচ্ছে বলে জানা গেছে। চলতি মাসের শেষের দিকেই স্থানান্তরের সমগ্র প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে বলে জানা গেছে।

১৮৫৩ সালের ১৭ অক্টোবর প্রতিষ্ঠা হয়েছিল স্কুলটি। নাম ছিল রাজকোট ইংলিশ স্কুল। পরে সেটি হাইস্কুলে পরিবর্তন করা হয়। ১৯৪৭-র স্বাধীনতার পরে স্কুলের নাম হয় মহাত্মা গান্ধী হাই স্কুল। এটি আলফ্রেড হাই স্কুল নামেও পরিচিত। ১৮৮৭ পর্যন্ত এই স্কুলে পড়াশুনা করেছেন মহাত্মা গান্ধী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন