News71.com
 International
 04 May 17, 01:57 PM
 195           
 0
 04 May 17, 01:57 PM

টেক্সাসের ১টি কলেজে দুর্বৃত্তের এলোপাথাড়ি গুলি,নিহত ২।।  

টেক্সাসের ১টি কলেজে দুর্বৃত্তের এলোপাথাড়ি গুলি,নিহত ২।।   

আন্তর্জস্তিক ডেস্কঃ টেক্সাসের একটি কলেজে দুর্বৃত্তের এলোপাথাড়ি গুলিতে দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। পুলিশ জানিয়েছে,হঠাৎই একজন দুর্বৃত্ত কলেজ ক্যাম্পাসে ঢুকে গুলি চালাতে থাকে। পরে নিজেই আত্মহত্যা করে। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন,নর্থ লেক কলেজের ক্যাম্পাসে বন্দুকসহ চড়াও হন ওই ব্যক্তি। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। ঘিরে ফেলা হয় স্থলটি। নিরাপদে বাইরে নিয়ে আসা হয় কলেজের কর্মকর্তা ও শিক্ষার্থীদের।

এদিকে,দু’দিন আগেই টেক্সাসে একটি কলেজে হামলার ঘটনা ঘটেছিল। এ ঘটনার সঙ্গে কোনও জঙ্গি সংগঠনের সম্পৃক্ততা আছে কিনা তা খুঁটিয়ে দেখছে দেশটির পুলিশ। ব্যক্তির পরিচয় জানতে শুরু হয়েছে তদন্ত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন