News71.com
 International
 04 May 17, 01:47 PM
 189           
 0
 04 May 17, 01:47 PM

অস্ত্রবিরতি কার্যকর করতে সিরিয়ায় নিরপেক্ষ অঞ্চল তৈরি করা হবে ।। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন  

অস্ত্রবিরতি কার্যকর করতে সিরিয়ায় নিরপেক্ষ অঞ্চল তৈরি করা হবে ।। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন   

আন্তর্জাতিক ডেস্কঃ অস্ত্রবিরতি কার্যকর রাখতে ‘নিরপেক্ষ অঞ্চল’ প্রতিষ্ঠা করতে সম্মত হয়েছে রাশিয়া,যুক্তরাষ্ট্র,তুরস্ক,ইরান ও সিরিয়া। এমনটাই জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত বুধবার তিনি আরও জানান,নো ফ্লাই জোনও এখানে তৈরি করা হবে। কাজাখস্তানের আস্তানায় যে সম্মেলন হবে সেখানেই এ নিরপেক্ষ অঞ্চল প্রতিষ্ঠা করার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান পুতিন। এসময় তিনি আরও জানান, সিরিয়ার বিদ্রোহীরা এই সম্মেলনে অংশ নেবে না। কারণ বিমান হামলা প্রতিপক্ষ এখনও থামায়নি। এছাড়া যুক্তরাষ্ট্রের অবস্থান সম্পর্কে পুতিন বলেন,গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার সঙ্গে ফোনালাপে জানান তিনি এই বিষয়টিকে সমর্থন করছেন।

এ ব্যাপারে সুত্র জানায়,নিরপেক্ষ অঞ্চল প্রতিষ্ঠার জন্য ইদলিবের উত্তর পশ্চিমের বিদ্রোহীদের দখলকৃত এলাকা এবং দামাস্কাসের কাছে ঘৌটা এলাকাকে নির্ধারণ করা হয়েছে। নিরপেক্ষ এলাকায় কোনও সংঘর্ষ চলবে না। এখানে শরণার্থী ও তাদের জন্য ত্রাণ সরবরাহ করা যাবে। এ অঞ্চল বিদ্রোহী ও সিরিয়ার সরকারী বাহিনীর চেকপয়েন্ট দিয়ে ঘেরা থাকবে। বাইরের দেশের নিরাপত্তা বাহিনীরা চাইলে এখানে থাকতে পারবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন