News71.com
 International
 04 May 17, 01:19 PM
 200           
 0
 04 May 17, 01:19 PM

তিস্তা চুক্তি আজ হোক,কাল হোক হবেই ।। ভারতের ত্রিপুরার রাজ্যপাল  

তিস্তা চুক্তি আজ হোক,কাল হোক হবেই ।। ভারতের ত্রিপুরার রাজ্যপাল   

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও ভারতের মধ্যকার তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে দ্রুত সমাধানের জোরালো দাবি জানিয়েছেন দেশটির ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়। ত্রিপুরার সোনামুরা জেলায় বক্সানগর প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের উদ্বোধনীর ফাঁকে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির পশ্চিমবঙ্গ শাখার সাবেক এই সভাপতি বলেন, নিম্ন অববাহিকা হিসেবে বাংলাদেশের অধিকারের প্রতি শ্রদ্ধা দেখাতে হবে। আমরা কোনোভাবেই এটা এড়াতে পারি না।

বিষয়টি নিয়ে ‘অভ্যন্তরীণ রাজনৈতিক সমস্যা’থাকলেও শিগগিরই সেগুলোর সমাধান হবে বলে জোর দিয়ে বলেন তথাগত রায়। তিনি বলেন,বাংলাদেশের সঙ্গে তিস্তা ও অন্য নদীর পানি বণ্টনের বিষয়টি সমাধান করতে মোদীজী প্রতিজ্ঞাবদ্ধ। আজ হোক,কাল হোক-এটা ঘটবেই। কারণ এটা দলীয় বিষয় নয়,এটার সঙ্গে সার্বভৌম ভারতের প্রতিশ্রুতি জড়িত আছে। ত্রিপুরার রাজ্যপাল আরও বলেন,সন্ত্রাসবাদে মদতদাতা ও ভারতীয় সেনাদের ঘাতক পাকিস্তানের সঙ্গে যদি সিন্ধু নদের পানি নিয়ে চুক্তি করতে পারে,তাহলে বাংলাদেশের মতো দীর্ঘদিনের বন্ধুসুলভ প্রতিবেশীর সঙ্গে চুক্তিতে রাজি না হওয়ার কোনো যৌক্তিক কারণ নাই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন