News71.com
 International
 04 May 17, 12:58 PM
 212           
 0
 04 May 17, 12:58 PM

কাশ্মীর সমস্যা নিয়ে হস্তক্ষেপ করবে না বলে নিজেদের অবস্থান স্পষ্ট করল চীন  

কাশ্মীর সমস্যা নিয়ে হস্তক্ষেপ করবে না বলে নিজেদের অবস্থান স্পষ্ট করল চীন   

আন্তর্জাতিক ডেস্কঃ কাশ্মীর সমস্যা নিয়ে হস্তক্ষেপ করবে না চীন। গতকাল বুধবার চীন এই বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং বলেছেন,কাশ্মীর নিয়ে চীনের অবস্থান স্পষ্ট। পুরো বিষয়টি দ্বিপাক্ষিক,ভারত ও পাকিস্তান আলোচনার মাধ্যমে তা ঠিক করুক। চীন এখানে মাথা ঘামাবে না।

গত মঙ্গলবার চীনের কমিউনিস্ট পার্টির মুখপত্র জানিয়েছিল,৫ হাজার কোটি টাকার চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর এই ভাবনাকে প্রভাবিত করবে না। ৫ হাজার কোটির ওই করডরের স্বার্থেই কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতা করতে আগ্রহী চীন। কেন না ওই করিডর পাকিস্তান অধিকৃত কাশ্মীর ভূখণ্ডের মধ্যে দিয়েই যাবে।

বস্তুত এই প্রথম চীনের কোনও সরকারি গণমাধ্যম বাণিজ্যিক স্বার্থে চীনের এই মধ্যস্থতার কথা জানায়। গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং জানিয়ে দেন,মধ্যস্থতা নয়,ভারত-পাকিস্তানের সম্পর্কে ইচিবাচক ভূমিকা পালনেই আগ্রহী চীন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন