আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের উত্তর-পূর্বাঞ্চলের একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত পাঁচজনের প্রাণহানি ঘটেছে। এছাড়া খনিতে আটকা পড়েছেন আরো কমপক্ষে ৫০ জন। ব্রিটিশ দৈনিক দ্য সান বলছে, দেশটির উত্তরাঞ্চলের আজাদ শহরের ওই খনি দুর্ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স, হেলিকপ্টার ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। গ্লোবাল রিস্ক সেন্টার হরিজন বলছে, খনি বিস্ফোরণে অন্তত পাঁচজনের প্রাণহানি ঘটেছে। এছাড়া খনিতে আরো ৫০ জন আটকা পড়েছেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির কর্মকর্তারা।
প্রাদেশকি মুখপাত্র আলি ইয়াজেরলু বলেছেন, স্থানীয় সময় বুধবার দুপুর পৌনে ১টার দিকে জেমেস্তানইয়ার্ত খনিতে বিস্ফোরণ ঘটেছে। ওই খনিতে শতাধিকেরও বেশি শ্রমিক কর্মরত ছিলেন। ইরানের বেশ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের সময় শ্রমিকরা তাদের শিফট পরিবর্তন করছিলেন। প্রদেশের গভর্নর বিস্ফোরণ স্থলের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন।