News71.com
 International
 03 May 17, 10:27 AM
 224           
 0
 03 May 17, 10:27 AM

চীন ও পাকিস্তানকে কড়া বার্তা দিয়ে ক্ষেপানাস্ত্র ব্রহ্মস ৩-এর সফল পরীক্ষা ভারতের ।।  

চীন ও পাকিস্তানকে কড়া বার্তা দিয়ে ক্ষেপানাস্ত্র ব্রহ্মস ৩-এর সফল পরীক্ষা ভারতের ।।   

আন্তর্জাতিক ডেস্কঃ দুই সেনার অঙ্গচ্ছেদের ঘটনায় যখন ভারত-পাক সম্পর্কে নতুন করে জটিলতা দেখা দিয়েছে ঠিক তখনই সামরিক শক্তি পরীক্ষায় নতুন চমক দিল ভারতীয় সেনাবাহিনী। গতকাল মঙ্গলবার আরও শক্তিশালী ব্রহ্মস মিসাইলের সফল পরীক্ষা চালালো ভারত। আন্দামান ও নিকবর দ্বীপে ব্রহ্মস মিসাইলের সফল উৎক্ষেপণটি হয়। আধুনিক প্রযুক্তিতে তৈরি এই ব্রহ্মস মিসাইলের তৃতীয় সংস্করণটিকে ষাঁড়ের দৃষ্টি শক্তির সঙ্গে তুলনা করা হয়েছে। বলা হয়েছে ষাঁড় যেমন নির্দিষ্টভাবে একক শত্রুকে আক্রমণ করে,ঠিক তেমনই ক্ষেপণাস্ত্রটিও নির্দিষ্ট করে শত্রুঘাঁটিতে নিখুঁত হামলা চালাতে পারবে।

এর আগে ব্রহ্মস ও ব্রহ্মস ২-এই দুই সংস্করণেই বেশ কিছু বাধা ছিল। ফলে নির্দিষ্ট করে অনেকসময় শত্রু ঘাঁটিতে আঘাত আনতে পারবে কিনা তা নিয়ে একটা সন্দেহ ছিল সেনা কর্মকর্তাদের মধ্যে। তবে এবার ব্রহ্মস ৩ সফলভাবে উৎক্ষেপিত হওয়ায় আর সেই বাধা থাকছে না বলে জানিয়েছেন এক সেনা কর্মকর্তা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন