News71.com
 International
 02 May 17, 11:04 PM
 182           
 0
 02 May 17, 11:04 PM

আবারও ভেঙে পড়ল পাকিস্তান এয়ারফোর্সের বিমান।।  

আবারও ভেঙে পড়ল পাকিস্তান এয়ারফোর্সের বিমান।।   

আন্তর্জাতিক ডেস্কঃ আবার ভেঙে পড়ল পাকিস্তান এয়ারফোর্সের একটি এয়ারক্রাফট। আজ মঙ্গলবার সকালে পঞ্জাব প্রদেশের ঝাং-এর আথারা হাজারি এলাকায় ভেঙে পড়ে এই বিমানটি। এটি পাকিস্তান এয়ারফোর্সের মাইরেজ জেট ছিল বলে জানা গিয়েছে। নিরাদে বেরিয়ে এসেছে পাইলট। তবে এই জেট ভেঙে পড়ার কারণ এখনও স্পষ্ট নয়।

গত ১৮ মাসে একাধিক বিমান ভেঙে পড়ার ঘটনা ঘটেছে পাকিস্তানে। গত নভেম্বরে পাক এয়ারফোর্সের বিমান দুর্ঘটনায় এক মহিলা পাইলটের মৃত্যু হয়। গত ১৫ এপ্রিল পাকিস্তানের ঝিলমের কাছে হারার গ্রামে আরও একটি দুর্ঘটনা হয়। মঙ্গলা এয়ারবেস থেকে ওড়ে এয়ারক্রাফটটি। ট্রেনিং এক্সারসাইজের সময় ভেঙে পড়ে সেই বিমান। এছাড়া গত বছরের অক্টোবর মাসে করাচির মোশারফ কলোনিতে ভেঙে পড়ে মাইরেজ জেট। এরপর ২০১৬-র ২৪ সেপ্টেম্বর এয়ারক্রাফট ভেঙে শহিদ হন পাকিস্তান এয়ারফোর্সের পাইলট আমির শাজাদ। জামরুদের কাছে খাইবার পাসে ঢোকার মুখে ভেঙে পড়ে F-7 এয়ারক্রাফট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন