আন্তর্জাতিক ডেস্কঃ ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো নতুন করে সংবিধান তৈরির ঘোষণা দিয়েছেন। দেশটির রাজপথে এক মাসের বেশি সময় ধরে বিরোধী দলের ভয়াবহ রক্তক্ষয়ী বিক্ষোভ ও সংঘর্ষ চলছে এবং বলা হচ্ছে চলমান পরিস্থিতি শান্ত করতেই গতকাল সোমবার তিনি এ ঘোষণা দেন। যখন তিনি তার কয়েক হাজার সমর্থকদের সঙ্গে মে দিবস উপলক্ষে দেওয়া ভাষণে সংবিধান পরিবর্তনের ঘোষণাটি দিচ্ছিলেন,ঠিক তখনই রাজধানীর অন্য স্থানে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সরকার বিরোধী বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস ও জল কামান ব্যবহার করছিল।
বিরোধী দল তাৎক্ষণিকভাবে একে তাদের আন্দোলন বানচালের কৌশল হিসেবে উল্লেখ করে আজ মঙ্গলবার থেকে সড়ক অবরোধের জন্য বিক্ষোভকারীদের প্রতি আহ্বান জানিয়েছে। বিরোধী দলের পক্ষ থেকে আরো বলা হয়েছে,আগামীকাল বুধবার তারা একটি ‘বিশাল বিক্ষোভের’ আয়োজন করছে। বিরোধী দলীয় নেতা হেনরিক ক্যাপ্রিলেস টুইটারে জানিয়েছেন, আপনারা রাস্তায় নামুন! আপনাদের অবশ্যই এ ধরনের উন্মত্ত আচরণের প্রতিবাদ করা উচিত!
আর বিরোধী নিয়ন্ত্রিত কংগ্রেস নেতা জুলিও বোর্গেস বলেন,মাদুরোর প্রস্তুাব মেনে নিলে ভেনিজুয়েলায় আর কখনোই সরাসরি,অবাধ,নিরপেক্ষ,সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হতে পারবে না। অপরদিকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেন,তিনি ৫০০ সদস্য বিশিষ্ট গণ পরিষদ এবং সংবিধান পুনর্লিখনের জন্যে একটি স্থানীয় পরিষদ তৈরি করবেন। তিনি আরো বলেন,ফ্যাসিবাদী অভ্যুত্থান ঠেকাতে’ এই ডিক্রির প্রয়োজন রয়েছে। তার সমাজতান্ত্রিক সরকার মার্কিন নেতৃত্বাধীন পুঁজিবাদী ষড়যন্ত্রের শিকার বলেও উল্লেখ করেন মাদুরো।