News71.com
 International
 02 May 17, 12:55 PM
 141           
 0
 02 May 17, 12:55 PM

পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্র আখ্যা দিলেন বালুচ নেতা মেহরান মারি।।

পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্র আখ্যা দিলেন বালুচ নেতা মেহরান মারি।।

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতীয় সেনার শিরশ্ছেদের ঘটনাকে নৃশংস ও বর্বর আখ্যা দিলেন বালুচ নেতা মেহরান মারি। জম্মু ও কাশ্মীরের দুই ভারতীয় সেনার নিহতের ঘটনার তীব্র নিন্দা করেন তিনি। তিনি বলেন,পাকিস্তানি সেনা আরও একবার প্রমাণ করল যে,তারা কতটা নৃশংস। পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্র বলেও উল্লেখ করেন তিনি। গত প্রায় ৭০ বছর ধরে পাকিস্তানি সেনা বেলুচিস্তানে একই ধরনের কাজ করে আসছে বলে উল্লেখ করেছেন তিনি। গতকাল সোমবার দুই বিএসএফ সেনাকে হত্যা করে তাদের দেহ ছিন্নভিন্ন করে দিয়ে যায় পাক সেনা। তারপরই এই মন্তব্য করেছেন এই বালুচ নেতা। সূত্রের খবর,সম্প্রতি এলওসি-র কাছে এসে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের সমর্থনের আশ্বাস দিয়ে গিয়েছেন পাক সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া।

পাকিস্তান পূর্ব পরিকল্পনা নিয়েই এই দুই ভারতীয় সেনার হত্যালীলা চালিয়েছে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। ভারতের সীমান্তের ভেতরে ঢুকে এই হামলা চালায় পাক সেনার ‘বর্ডার অ্যাকশন টিম’(BAT)। ঘটনায় নিহত হয়েছেন ২২ নম্বর শিখ রেজিমেন্টের নায়েক সুবেদার পরমজিৎ সিং ও বিএসএফ-এর ২০০ নম্বর ব্যাটেলিয়নের হেড কনস্টেবল প্রেম সাগর।আহত হয়েছেন,বিএসএফের কনস্টেবল রাজেন্দর সিং। এই ঘটনার পর গতকাল সোমবার রাতেই ৩টি পাক আর্মি পোস্ট উড়িয়ে দিয়েছে ভারত। এই ঘটনায় নিহত হয়েছেন ৭পাকিস্তানি সেনা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন