News71.com
 International
 02 May 17, 12:51 PM
 207           
 0
 02 May 17, 12:51 PM

যুক্তরাষ্ট্রে ৪ বছরে যৌন হয়রানির শিকার ১৭ হাজার শিক্ষার্থী।।  

যুক্তরাষ্ট্রে ৪ বছরে যৌন হয়রানির শিকার ১৭ হাজার শিক্ষার্থী।।   

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের স্কুলগুলিতে পরিচালিত এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে একটি চাঞ্চল্যকর তথ্য। প্রায় ১ হাজার চেয়েও বেশি শিক্ষার্থী প্রতিনিয়ত নিগ্রহীতা হন দেশটিতে। এছাড়া একটি আন্তর্জাতিক সংবাদসংস্থার সমীক্ষা অনুযায়ী গত ২০১১ থেকে ২০১৫সাল পর্যন্ত ৪ বছরে ১৭ হাজার জন শিক্ষার্থীর যৌন হয়রানির খবর নথিভুক্ত হয়েছে।

এক অভিযোগে ভুক্তভোগী চেজ উইং জানান, তখন তার বয়স মাত্র ১২। বন্ধুদের সঙ্গে খেলাধুলা করার সময় এটা। কিন্তু সেই সময়ই চেজকে সহ্য করতে হত মানসিক অত্যাচার। তাও কিনা তার বন্ধুদের থেকেই। কিন্তু বিষয়টি ঠিক কি হয়েছিল।

এই বারো-তেরো বছর বয়সটাই মানুষের বয়:সন্ধির সময়। আর সেই সময় এই সমস্ত বয়সের ছেলেমেয়েদের শরীরেই বেশ কিছু পরিবর্তন আসে। আর সেই কারণেই তার ছোট ছোট বন্ধুদের থেকেই সহ্য করতে হত মানসিক যন্ত্রনা। এমনকি চেজ এর বন্ধুরা তাকে ধর্ষন করতেও তাকে দু’বার ভাবেনি। রক্তাক্ত অবস্থায় তাকে তার বন্ধুরা ক্লাসরুমেই ফেলে তাকে পালিয়ে যায়। এক বছর ধরে তার উপর চলে এই অত্যাচার।

চেজ বারবার তার উপর হওয়া এই অত্যাচারের ঘটনাটি তার স্কুলের শিক্ষকদের বলতে থাকেন। এক বছর অত্যাচারিত হওয়ার পর গিয়ে সে যৌন হয়রানির কথা বলেন। একটি রিপোর্টও দেন। এরপরই নড়েচড়ে বসে স্কুল কর্তৃপক্ষ। তাকে সুরক্ষা দেওয়ার জন্য সবরকমের ব্যবস্থা করে।

আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের কথায়,বিদ্যালয় হল ছাত্র ছাত্রীদের মানসিক বিকাশের জায়গা। এই জায়গাতেই যদি এভাবে ছোট থেকেই হেনস্থা হতে হয় শিশুদের তাহলে এই সমস্ত বিদ্যালয় শিশুদের ভয়ের জায়গা হয়ে উঠবে । কারণ তাদের কাছে একেবারেই নিরাপদ নয় জায়গাটি। ইতিমধ্যেই বিষয়টির পরিবর্তন হওয়া প্রয়োজন বলে তিনি জানিয়েছেন। এই ঘটনার পিছনে আসল কারণটি ঠিক কি? সেটিই জানার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন