News71.com
 International
 02 May 17, 12:51 PM
 187           
 0
 02 May 17, 12:51 PM

ইসরায়েল সম্পর্কে নতুন নীতি ঘোষণা করল হামাস

ইসরায়েল সম্পর্কে নতুন নীতি ঘোষণা করল হামাস

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস প্রকাশিত নতুন নীতিতে বলা হয়েছে, ১৯৬৭ সালের সীমান্ত নিয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি মেনে নিলেও কখনোই ইসরায়েলকে স্বীকৃতি দেয়া হবে না। ১৯৮৮ সালের সনদে পরিবর্তন এনে প্রথমবারের মতো ইসরায়েলের প্রতি সুর কিছুটা নরম করেছে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস। যদিও হামাসের নতুন নীতিকে একেবারেই বিশ্বাস করছে না ইসরায়েল। সোমবার কাতারের রাজধানী দোহায় এক সংবাদ সম্মেলনে হামাসের নতুন নীতি ঘোষণা করেন খালেদ মিশাল। তিনি বলেন, ‘হামাস সমস্ত ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত করার নীতিতে বিশ্বাসী হওয়া সত্ত্বেও ইসরায়েলকে স্বীকৃতি না দিয়ে কিংবা কোনো অধিকার ত্যাগ না করেই ১৯৬৭ সালের সীমান্ত মেনে নিতে রাজি আছে। নতুন ঘোষিত নীতিমালায় আরও বলা হয়েছে, তারা ইহুদীদের বিরুদ্ধে নয় বরং তারা সেই ইহুদীবাদের বিপক্ষে যা কিনা ভূমধ্যসাগর এবং জর্ডান নদীর মধ্যবর্তী এলাকা দখল করে আছে। হামাস সরকারের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী গাজী হামাদ জানান, তারা স্বাধীনতার জন্যে লড়ছেন। এখন থেকে হামাস পুরো বিশ্বকে বোঝাতে পারবে যে তারা প্রতিদিনই তাদের স্বাধীনতা এবং সম্মানের জন্যে লড়ছে। আমরা ইসরায়েলের বিরুদ্ধে লড়ছি এই জন্যে নয় যে তারা ইহুদি, বরং আমরা লড়ছি তাদের দখলদারিত্বের বিরুদ্ধ, তাদের আগ্রাসী শক্তির বিরুদ্ধে।


মিশাল স্পষ্ট করে বলেন, নতুন নীতিতে ইসরায়েলকে স্বীকৃতি দেয়ার কোনো সুযোগ রাখা হয়নি। আমরা আমাদের নীতিকে হালকা করতে চাই না, তবে আমরা উদার হতে চাই। আমরা আশা করছি নতুন নীতি ঘোষিত হওয়ার পর ইউরোপীয় দেশগুলো আমাদের ব্যাপারে তাদের অবস্থান পরিবর্তন করবে। হামাস নেতা ইসরায়েলি কারাগারে আটক ফিলিস্তিনি বন্দিদের চলমান অনশন ধর্মঘটের প্রতি সংহতি প্রকাশ করেন। সকল ফিলিস্তিনি শরণার্থীকে তাদের মাতৃভূমিতে ফিরিয়ে আনার আহ্বানে অটল থাকার পাশাপাশি ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ সংগ্রাম চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি। এতে বলা হয়েছে, মসজিদুল আকসা মুসলমানদের সম্পদ এবং এ ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না। হামাস হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম চালিয়ে ফিলিস্তিনিদের অধিকার আদায়ের অন্যতম প্রধান প্রতিরোধ আন্দোলন। সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সনদের পর এটিই তাদের প্রকাশিত প্রথম কোনো নীতিমালা যেখানে, ১৯৬৭ সাল পূর্ববর্তী সীমানা অনুযায়ী একটি অন্তর্বর্তীকালীন ফিলিস্তিন রাষ্ট্রকে মেনে নিয়েছে, তবে বরাবরের মতোই তারা ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। ফিলিস্তিনের গাজা অঞ্চল শাসন করা হামাস সশস্ত্র পন্থায় এতদিন ইসরায়েলকে ধ্বংস করার আহ্বান জানিয়ে এসেছে।

জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানোন বলেন, 'এটি একটি সন্ত্রাসী গোষ্ঠী, এদের একমাত্র লক্ষ্য ইসরায়েল রাষ্ট্রের ধ্বংস। তাদের বক্তব্য ইসরায়েলের পাশাপাশি কোনো রাষ্ট্র গড়ার কথা বলে না, বরং ইসরায়েলকে তা পুরোপুরি সরিয়ে দিতে চায়। এটি খুবই দুঃখজনক। আমরা তাদের নতুন সনদটি গ্রহণ করতে পারছি না।' মিশরের ইসলামপন্থী সংগঠন, মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সখ্যতা না রাখার বিষয়েও উল্লেখ করা হয়েছে হামাসের নতুন নীতিমালায়। পশ্চিমা বিশ্ব, উপসাগরীয় আরব দেশগুলো এবং মিশরের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্যেই হামাসের এই উদ্যোগ বলে দাবি করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন